মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি:
জাতীয়ভাবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বুধবার (৯ আগস্ট) ঠাকুরগাঁও সদর রাণীশংকৈল-পীরগঞ্জ এ তিন উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন। ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতোপূর্বে জেলার হরিপুর ও বালিয়াডাঙ্গী ২ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ৮টায় রাণীশংকৈল উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
নবাগত ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,
আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি সভাপতি আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান, উপকারভোগি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে এ উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ২১০ জন উপকারভোগির হাতে জমি ও ঘরের দলিলপত্র তুলে দেয়া হয়। উল্লেখ্য উপজেলায় এ পর্যন্ত মোট ১৭৩৮ জন উপকারভোগিকে জমিসহ ঘর দেয়া হয়েছে।
এর পরেও, কোনো ভূমিহীন-গৃহহীন বাদ পড়লে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদেরকে এ কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হবে মর্মে সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা,জানান।