রবিনুর চৌধুরী, দিরাই
সুনামগঞ্জ দিরাই উপজেলা সমাজ সেবামূলক সংঘটন। দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘের ৪র্থ বর্ষপূর্তি পালিত হয়েছে ।
(৯আগস্ট) বুধবার দিরাই থানা পয়েন্ট একটি আভিজাত্য রেস্টুরেন্ট সন্ধ্যায় সাড়ে ৭টায় কেক কেটে দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘের ৪র্থ বর্ষপূর্তি পালন করেন সংগঠনের সকল সদস্যগন।

এ সময় উপস্থিত ছিলেন। দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘের
সদস্য সচিব সুবীর দাস, সদস্য টুটুল দাস টিটু, রতন কুমার দাস, তামিম আহমেদ, মোঃ দিদার রহমান, অমিত চন্দ্র জয় সহ প্রমুখ।
এই সময় সংঘটনের সবাই দিরাইবাসীকে রক্তদানে উদ্যোগী হয়ে এগিয়ে আসার আহবান জানান।