রাণীশংকৈলে ১৫ আগস্ট উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

জাতীয়

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৫ আগস্ট উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে গ্রামীণ ব্যাংক রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৫ আগস্ট ) সকালে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা গ্রামীণ ব্যাংক শাখা ব্যবস্থাপক আব্দুল বাতেন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার আব্দুল ওয়ারী,
সেকেন্ড ম্যানেজার আব্দুল মাতিন, গ্রামীণ ব্যাংকের অফিসার জীবন কুমার দাস, আব্দুস সালাম, শফিকুল ইসলাম, পরেশ চন্দ্র বর্মণ ও কেন্দ্র ব্যবস্থাপক সুমন রায় প্রমুখ।

পরে গ্রামীণ ব্যাংক রাণীশংকৈল এরিয়ার আওতাধীন ১২ টি শাখায় ২৩৩৬৬ জন সদস্যের মাঝে ১০ হাজার ৮০০ টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।উল্লেখ্য থাকে যে গ্রামীণ ব্যাংক রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে এ যাবত উপজেলায় মোট ৫৭৬০৯২ টি বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *