মাহাবুব আলম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের এক সাবেকুন নাহার সান (২৩) নামে এক গৃহবধু গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভানোর ইউনিয়নের সুতাহার পাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী সাবেকুন নাহার সান শোয়ার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
জানা যায়, সাবেকুন নাহারের বড় ভাই রাণীশংকৈল উপজেলার মৃত সিরাজুল ইসলামের ছেলে জুলফিকার আলী আত্মহত্যার বিষয়ে লিখিতভাবে বালিয়াডাঙ্গী থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।