রংপুরে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)’র ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয়

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার:

রংপুরে জেলা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর ২৬তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গ্রামার ইন্টারন্যাশনাল স্কুল (আইজিএস) সংলগ্ন মা শতরঞ্জি অফিসে এ প্রোগ্রাম আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর কেন্দ্রীয় সম্পাদক,রংপুর জেলার সভাপতি ও মা সেবা সংস্থার চেয়ারম্যান তাহমিনা আহমেদ বিউটির সভাপতিত্বে
অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন ১৯৬৭ সাল থেকে রেডিওতে নাটক করেন সবিতা সেন গুপ্ত।

তিনি মঞ্চ নাটকসহ, রেডিও ও টেলিভিশনে নাটক করে একাধিক সম্মানণা পুরস্কার পেয়েছেন। বর্তমানেও তিনি রেডিওতে ক্ষেতে খামার প্রোগ্রাম করেন। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) এর পক্ষ থেকে ২৬তম প্রতিষ্ঠা দিবসে গুণী নাট্যশিল্পী সবিতা সেন গুপ্তকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন।

প্রতিষ্ঠা দিবসের দাবী সমূহ, (১) নামমাত্র ফীর বিনিময়ে ট্রেড লাইসেন্স প্রধানের ব্যবস্থা করুন। (২) ইউনিয়ন থেকে বিভাগীয় পর্যায়ে সকল স্তরে নারী উদ্যোক্তাদের প্রয়োজন ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করুন। (

৩) প্রান্তিক নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টিতে সরকারি উদ্যোগ গ্রহণ করুন। (৪) প্রান্তিক নারী উদ্যোক্তাদের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করুন। (৫) দেশে ILO-C-177 অনুস্বাক্ষর করুন। (৬) সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদস্য- শরিফা বেগম শিউলী, নাজমা জামান, লায়লা আহমেদ, নাহিদ সুলতানা, তাসনিমা আক্তার তমা,শাহানাজ পারভীন শান্ত,মমতাজ পারভীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *