সরকারে উন্নয়ন কর্মকান্ড প্রচার,আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রতিহত করতে শামীমা আক্তার এমপির নেতৃত্বে সুনামগঞ্জের নদীপথে ব্যাতিক্রমী নৌযাত্রা

সরকারে উন্নয়ন কর্মকান্ড প্রচার,আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রতিহত করতে শামীমা আক্তার এমপির নেতৃত্বে সুনামগঞ্জের নদীপথে ব্যাতিক্রমী নৌযাত্রা

জাতীয়

সুনামগঞ্জ থেকে,আমির হোসেন:

জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড প্রচার,আন্তর্জাতিক ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করা এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে হাওরের জেলা সুনামগঞ্জে ব্যতিক্রম প্রায় ৫শতাধিক নৌকার বহর নিয়ে নদীপথে ৪০ কিলোঃমিটার পথে বিশাল নৌ-যাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ সিলেট আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ (জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) আসনে আওয়ামীলীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট শামীমা আক্তার খানমের নেতৃত্বে হাজার হাজার নারীপূরুষ নেতাকর্মী নিয়ে তাহিরপুর থেকে শত শত নৌকার বহর নিয়ে ৪০ কিলো মিটার ব্যাতিক্রমী নদীপথে নৌযাত্রা করেন এবং তাহিরপুর, জামালগঞ্জ,মধ্যনগর হয়ে ধর্মপাশা বঙ্গবন্ধু চত্বরে গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সদস্য বাবু সুশীল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) নৌকার মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট শামীমা আক্তার খানম।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,ধর্মপাশা উপজেলা আওয়ামেীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য সালাউদ্দিন,মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য বদরুর আলম, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শফিক উদ্দিন, তাহিরপুর উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক খসরু ওয়াহিদ, জামালগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি জালাল আহমেদ,

ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল,জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু,ধর্মপাশা উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল হান্নান,সিলেট মহানগর যুবলীগের সহ সম্পাদক জাকেরীন রেজা জয়,ফেরদেওস আলম,

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেকসহ আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগসহ সহযোগিত সংগঠনের হাজারো নারীপূরুষ নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে সুুনামগঞ্জ ও সিলেট আসনে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ,তাহিরপুর,মধ্যনগর ও ধর্মপাশা) নৌকার মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট শামীমা আক্তার খানম বলেছেন,সুনামগঞ্জের সকল আওয়ামীলীগ,

মহিলা আওয়ামীলীগ,যুবলীগ,শ্রমিকলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগসহ সহযোগিত সংগঠনের সকল নবীন ও প্রবীন নেতৃবৃন্দকে সকল মান অভিমান ভূলে গিয়ে জাতির পিতার আর্দশ অনুসরন করে তার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে তার সুযোগ্র উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত দেড় দশকের শাসনামলে দেশের উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্রবদ্ধ থাকার কোন বিকল্প নেই।

তিনি বলেন,বিএনপির সাথে স্বাধীনতা বিরোধী জামাত শিশির একট্টা হয়ে বিদেশী শক্তির আর্শীবাদপুষ্ট হয়ে জাতির পিতার কন্যা শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে তৎপরতা অব্যাহত রেখেছেন। তিনি এই অপশক্তির যেকোন অপতৎপরতা রুখে দিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে আজ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ,স্বাধীনতা এবং অসাম্প্রদায়িকতার চেতনা ধরে রেখে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূনরায় প্রধানমন্ত্রী করতে সবাইকে ভোট বিপ্লবের মাধ্যমে সরকারের গঠনের সুযোগ প্রদানের আহবান জানান পাশাপাশি এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলতে সুনামগঞ্জসহ সারাদেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *