নড়াইলে দৈনিক নারী জাগ্রত পত্রিকার আত্মপ্রকাশ

নড়াইলে দৈনিক নারী জাগ্রত পত্রিকার আত্মপ্রকাশ

জাতীয়

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে দৈনিক নারী জাগ্রত পত্রিকার আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।০৩.১১.২০২৩ ইং.(শুক্রবার)সন্ধ্যায় শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় পত্রিকা কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী।

উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ।স্বাগত বক্তৃতা করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক রহিমা খাতুন সুমি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ,সহ-সভাপতি গুলশান আরা,অ্যাডভোকেট রমা রাণী রায়,সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাসিমা হক পলি, সাধারন সম্পাদক ফারজানা শাহারিন আরজেএফ’র যুগ্ন মহাসচিব সাজ্জাদ আলম খান সজল ,

জেলা যুব মহিলালীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা,সাধারন সম্পাদক অ্যাডভোকেট মিলি সিদ্দিক।সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আনিসুল ইসলাম,সাবেক চেয়ারম্যান ১২ংবিছালী ইউনিয়ন পরিষদ,নড়াইল সদর,নড়াইল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী জাগ্রত পত্রিকার নির্বাহী সম্পাদক এম মাহমুদুল হাসান নিপুণ।

বক্তারা বলেন, দৈনিক নারী জাগ্রত পত্রিকাটি লেখনীর মাধ্যমে সমাজে নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালন করবে।বস্তুনিষ্ঠ লেখার মধ্য দিয়ে অসহায়,নিপীড়িত,বঞ্চিত মানুষের কথা তুলে ধরবে।নারী উন্নয়নসহ সরকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *