এম মাহমুদুল হাসান নিপুন জেলা প্রতিনিধি,নড়াইল:
নড়াইলের ১২নং বিছালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আট ঘরা গ্রামে,স্বার্বজনীন হরিশী তলা পূজা মুন্দিরে সনাতন ধর্মাবালম্বিদের মহা নাম যগ্যে অনুষ্ঠান অনুষ্ঠিত। ২৪/৩/২০২২ রাত ৯.৫৫ মিনিটে এস এম আনিসুল ইসলাম ও ফকির মশিয়ার রহমান স্বার্বজনীন হরিশী তলা পূজা মুন্দির পরিদর্শ কালে ফুলের মালা দিয়ে বরন করে নেয় এলাকা বাসি।
এসময় মাননীয় সংসদ সদস্য, বি এম কবিরুল হক (মুক্তি) নড়াইল -১ আসনের,পক্ষে অনুদানের পনের হাজার টাকা, মুন্দির ও নাম যগ্য কমিটির সভাপতি মনোতোষ বাবুর হাতে তুলে দেন, এস এম আনিসুল ইসলাম সাবেক,চেয়ারম্যান,(১২ নং বিছালী ইউনিয়ন পরিষদ) নড়াইল সদর,ও ফকির মশিয়ার রহমান,সিনিয়ার সহ সভাপতি, সদর থানা আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান,(১২ নং বিছালী ইউনিয়ন পরিষদ) নড়াইল সদর।
উপস্থিত ছিলেন:- মোঃ মোয়াজ্জেম হোসেন সাংগঠনিক সম্পাদক বিছালী ইউনিয়ন আওয়ামী লীগ। মুন্সি ইমরান হোসেন সাধারণ সম্পাদক বিছালী ইউনিয়ন যুবলীগ, শেখ বিল্লাল হোসেন,তপন কুমার,এস এম মহিউদ্দিন পারভেজ দপ্তর সম্পাদক বিছালী ইউনিয়ন যুবলীগ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নানা ধর্মের, নানান পেশার হাজারো সাধারণ মানুষ। এসময়, এস এম আনিসুল ইসলাম বলেনঃ- আমি সম্পৃতিতে বিস্বাস করি।
আমরা কে কোন ধর্মের,কে কোন গোত্রের,কে ধনী, কে গরিব এটা বড় কথা নয়। সব শেষে আমরা মানুষ। আমাদের একটা কথা মনে রাখা উচিৎ,আমাকে এক দিন মরে যেতে হবে। তখন হয়তে আমাকে কেউ মনে রাখবে না। কিন্তু আমার ভালো কাজ পুরো পৃথিবী মনে রাখবে। তাই আমি আহবান করবো আমরা যেন,কারো নোংরা ফাঁদে পা দিয়ে হানাহানি মারা মারি না করি। ধর্ম,বর্ণ নির্বিশেষে,দশ মায়ের দশ সন্তান কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। আমরা যেন একে অপরের বিপদে আপদে পাশে দাড়ায়।