নিজস্ব প্রতিবেদক:
দিনদিন নগরীতে বাড়ছে নানা অঘটন, বাড়ছে ছিনতাই।নিরাপত্তাহীনতায় ভূগছে নগরবাসী। তথ্যপ্রযুক্তির যুগে প্রতিটি মুহূর্ত মানুষ এখন মোবাইল নির্ভরশীল। মোবাইল ছাড়া এক মুহূর্তও চলা অসম্ভব। আর সে ব্যক্তি যদি সাংবাদিক হয় তাহলে তো কথাই নেই। তাও অপরাধ বিটের সাংবাদিক।

এমনই এক অঘটন ঘটেছে চট্টগ্রাম নগরীতে। গত শনিবার দৈনিক দেশের কথা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মাসুদের অপরাধের তথ্য সংরক্ষিত মোবাইল ফোনটি ছিনতাই হয়ে যায়। তাও একটি না, দুই দুইটি ফোন ছিনতাই হয় তার।
ওইদিন সন্ধ্যায় বাসে করে নগরীর কাজির দেউড়ি এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে সিসি ক্যামেরা বিহীন এলাকা থেকে ফোন দুটি ছিনিয়ে নেন বখাটেরা। এ ঘটনায় একই দিনে সাংবাদিক মাসুদ কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
এ ঘটনায় সাংবাদিক মাসুদ বলেন, মোবাইল ফোন দুইটির একটিতে আমার গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংরক্ষিত ছিল। হয়তো কোন অপরাধের জের ধরেই আমার ফোন দুইটি ছিনতাই হয়। তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ফোন উদ্ধারে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। আমার ফোন উদ্ধারে পুলিশ প্রশাসন সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।