বাগমারায় প্রকল্পের আওতায় পুকুরের মাটি ও পানি পরীক্ষা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

অন্যান্য

বাগমারা প্রতিনিধি:

পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং শতফুল বাংলাদেশ এর আয়োজনে বৃহস্পতিবার বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের গোপালপুরে মৎস্য চাষীদের পুকুরের মাটি ও পানি পরীক্ষা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

Rural Microenterprise Transformation Project (RMTP) প্রকল্পের আওতায় ” নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালুচেইন উপ-প্রকল্পের মাধ্যমে বাগমারা উপজেলার মৎস্য চাষীদের পুকুরের মাটি ও পানি পরীক্ষায় উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে ফ্রি ক্যাম্পেইন আয়োজন করা হয়।

ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: আখতআরুজ্জামান, শতফুল বাংলাদেশ এর কৃষি কর্মকর্তা মাহতাবুর রহমান, উপস্থিত ছিলেন RMTP প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর মো: সানোয়ার হোসেন এবং সেবা প্রদানকারী মো: শাহজাহান আলী সরদার।

দিনব্যাপী আয়োজিত ক্যাম্পেইন এ চাষীদের পুকুরের মাটি ও পানি পরীক্ষার মাধ্যমে পরামর্শ সেবা প্রদান করা হয় এবং মাছ চাষের পুকুরে শীতকালীন পরিচর্যা বিষয়ে চাষীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

উপস্থিত মৎস্য চাষিরা জানান এমন ক্যাম্পেইন আয়োজন এর আগে বাগমারায় কখনো আয়োজন করা হয়নি এর মাধ্যমে চাষীরা উপকৃত হবে, এবং পুকুরের মাটি ও পানি পরীক্ষায় উদ্ধুদ্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *