২৪ ঘণ্টা ওয়াই-ফাই অন রেখে ভুল করছেন না তো?

অন্যান্য

বিজ্ঞান-প্রযুক্তি ডেক্সঃ

প্রায় সবাই এখন ঘরে ওয়াই-ফাই ব্যবহার করেন। দিনরাত ২৪ ঘণ্টাই ওয়াই-ফাই অন রাখেন বাড়িতে। নিজের অজান্তে মারাত্মক ভুল করছেন। রাতে ঘুমনোর সময় অনেকে রাউটার বন্ধ করতে ভুলে যান,অনেকে আবার ইচ্ছা করেও অফ করেন না কিন্তু এতেই বড় বিপদ ডেকে আনছেন।

রাউটার থেকে যে তরঙ্গ বা ইলেকট্রো ম্যাগনেটিক রে নির্গত হয় তা মস্তিষ্কের জন্য বিপজ্জনক বারবার যদি ওই তরঙ্গ শরীরে প্রবেশ করে তাহলে একাধিক সমস্যা হতে পারে। ওয়াই-ফাই রাউটার থেকে নির্গত তরঙ্গ থেকে ক্যানসার পর্যন্ত হতে পারে।

এছাড়াও স্নায়বিক ও প্রজননের সমস্যা হতে পারে তাছাড়া স্লিপিং ডিসঅর্ডারের সমস্যা তৈরির সম্ভাবনাও থাকে। শুধু তাই নয়, অনিদ্রা, ক্লান্তি এবং মাইগ্রেনের মতো সমস্যা সৃষ্টি করারও পরামর্শ দেওয়া হয়। তাই ঘুমানোর সময় ওয়াইফাই রাউটার বন্ধ করতে অবশ্যই ভুলবেন না।

যারা ঘুমানোর সময় ফোন ব্যবহার করেন তাদের ঘুম কম হয়। তাই ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করার পাশাপাশি মোবাইল ফোনটি আপনার থেকে একেবারেই দূরে রাখুন।

অনেকে বালিশের নিচে মোবাইল ফোন রেখে অথবা কম্বলে জড়িয়ে মোবাইল রেখে দেওয়ার ভুল করেন । এর ফলে মোবাইলে লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া এমনকি আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকে। তাই মোবাইল ব্যবহার কিংবা ওয়াইফাই ব্যবহারে অবশ্যই সাবধান হতে হবে।

সূত্র: নিউজ১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *