নগরীর সাহেব বাজারে মরা গরু জবাইয়ের অভিযোগ

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর সাহেব বাজার মাংস পট্টিতে মাংস বিক্রির উদ্দেশ্যে এক অসুস্থ্য গরু জবাই করার অভিযোগে অভিযান চালায় রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে মৃত গরু জবাইয়ের অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

বৃহস্পতিবার বিকালে রাজশাহীর সাহেব বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মৃত গরুর গোশত বিক্রির মূল পরিকল্পনাকারী কসাই পালিয়ে যাওয়ায় তার সহকারী রবিন কে আটক করা হয়। পরে তাকে নগদ ৩০হাজার টাকা জরিমানা করা হয়।

বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, পরেরদিন শুক্রবার কে কেন্দ্র করে এই মৃত গরুটি জবাই করা হচ্ছিল। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডে আর কোনো কসাই লিপ্ত না হয়। ক্রেতারা বলেন, যারা মরা গরুর মাংস বিক্রি করে তাদের মধ্যে মনুষ্যত্ববোধ নেই। কসাইরা যখন গরু জবাই করে তখন সরকারি লোকের উপস্থিত থাকা প্রয়োজন। এ ধরনের ঘটনায় কঠোর বিচার দাবি জানাই।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো: ইব্রাহিম হোসেন জানান, প্রতিদিনের মত বাজার তদারকিতে আমি নিজেই বের হই সাহেব বাজারে হঠ্যাৎ দেখি একটি গরু জবাই করে চামড়া ছাড়ানো হচ্ছে সেখানে আমি দেখতে পাই গরুটির লেজ বিচ্ছিন্ন হয়ে আছে,গরুর চামড়া খসে খসে পড়ছে তা দেখেই আমার মনে হয়েছে গরুটি আধামরা।

সাথে সাথে আমার সহকারী পরিচালক ফজলে এলাহী এবং সঙ্গীয় ফোর্স কে নিয়ে দ্রুত এখানে আসতে বলা হয়। অভিযান চালালে কসাই তার সহযোগীকে রেখে পালিয়ে যান।

এরপর রবিন নামের একজনকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। পরে গরুটি মাটিতে পুঁতে ফেলা হয়। তিনি আরোও জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকিতে দিন নাই রাত নাই আমাদের অভিযান অব্যাহত থাকবে।সাধারণ জনগনকে সোচ্চার হতে হবে এবং তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *