আমজাদ হোসেন নওগাঁ থেকে:
নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি দোকানে থাকা লেদের ও মুদি মালামাল পুড়ে ছাই হয়েছে । বৃহস্পতিবার ৩০ মার্চ আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার সতিহাট এলাকায় এঘটনা ঘটে। এতে প্রায় চার লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।
দোকান মালিক রেজাউল করিম জানান, প্রতিদিনের ন্যায় দোকানে ওয়েল্ডিং এর কাজ করছিলাম এ সময় হঠাৎ করে বৈদ্যুতিক বোর্ডে স্পার্ক করে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে বাজার বণিক সমিতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে, যাতে তিনি পুষিয়ে উঠতে পারেন।
মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব- অফিসার নুরুন্নবী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দোকান মালিক রেজাউল ইসলাম দাবী করেন।