বাগমারায় ভবানীগঞ্জ নিউমার্কেটে বিশ্বকর্মা জুয়েলার্সের শাখা উদ্বোধন 

রাজশাহী

বাগমারা প্রতিনিধি: 

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেটে বিশ্বকর্মা জুয়েলার্সের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় নিউ মার্কেটের প্রথম তলার ১২৪ নম্বর দোকানে বিশ্বকর্মা জুয়েলার্স উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল।

ভবানীগঞ্জ নিউমার্কেটে বিশ্বকর্মা জুয়েলার্সের দ্বিতীয় শাখা। সততাই বিশ্বকর্মা জুয়েলার্স এর মূলধন হিসেবে পরিচালিত হয়ে আসছে। অলংকার জগতের তৈরি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এক নির্ভরযোগ্য স্বর্ণ প্রতিষ্ঠান বিশ্বকর্মা জুয়েলার্স। এখানে সোনা, চাঁদি সহ হীরার জিনিসপত্র পাওয়া যাচ্ছে। 

বিশ্বকর্মা জুয়েলার্সের দ্বিতীয় শাখার উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাজার মূল্যে পছন্দ অনুযায়ী সোনা, চাঁদি এবং হীরার জিনিসপত্র পাওয়া যাচ্ছে বিশ্বকর্মা জুয়েলার্সে। 

বিশ্বকর্মা জুয়েলার্সের উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মালিক শ্রী দিলীপ কুমার বিশ্বাস, পরিচালক জীবন কুমার বিশ্বাস, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নুর জমিলা, রোজিনা খাতুন, বাবা নাচ নিউ মার্কেটে নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সুপারভাইজার মিজানুর রহমান সহ নিউমার্কেটের ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *