মোঃ ইসরাফিল হোসেনঃ
গত ২৯/০৩/২০২৩ তারিখ সিআইডি প্রধান জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং বিশেষ পুলিশ সুপার রাজশাহী এর সার্বিক তত্ত্বাবধানে একটি টিম অভিযান পরিচালনা করে রাজশাহীর গোদাগাড়ী থানার বসন্তপুর হতে মোঃ শাহিন ইসলাম(২৭) পিতা জহির উদ্দিন সাং গ্রোগ্রাম পুজাতলা থানা গোদাগাড়ী জেলা রাজশাহীকে গ্রেফতার করে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য গত ১৬/০৪/২১ খ্রি,আসামি আলিম,আশিক মাসুম ও অজ্ঞাত ১জন বাদি আব্দুল্লাহ কাফির মুদী ও বিকাশের দোকানে গিয়ে নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে দোকান থেকে টাকা পয়সা লুট করে এবং বাদিকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে বাদির নিকট চাঁদা দাবি করে।
এই ঘটনায় কাশিয়াডাঙ্গা থানার মামলা নং ০৯ তারিখ ১৬/০৪/২০২১ ধারা ১৭০/৩৬৫/৩৮৫/৩৪ পেনাল কোড রুজু হয়।
এই ঘটনায় জামিনে মুক্ত আসামিকে বিজ্ঞ আদালতের আদেশে জিজ্ঞাস্যবাদ করে প্রাপ্ত তথ্যে আসামি শাহিনকে গ্রেফতার করা হয়েছে।