রাজশাহীতে বাল্যবিবাহ প্রতিরোধে লফস এর ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজশাহী

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর (বুধবার) বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস), দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্প এলাকা পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে শিক্ষা সহায়তা ও মেধাবৃত্তি কর্মসূচির উপকারভোগী সদস্যদের নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইন কর্মসূচিতে বাল্য বিবাহ কে না বলা, সকলকে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন হওয়া, শিশু অধিকার বিষয়ে জরুরী প্রয়োজনে টোল ফ্রি ১০৯৮ নম্বর ব্যবহার সহ নিজে বাল্য বিবাহ করবো না অন্যকে বাল্য বিবাহ না করার জন্য উৎসাহিত করবো।

নিজের পায়ে দাড়াবো-শিক্ষা গ্রহন করবো। অনুষ্ঠানে লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হতে হবে।

তিনি বাল্য বিবাহ এর ক্ষতিকারক দিক তুলে ধরেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান।

ক্যাম্পেইন কর্মসূচিতে ত্বরী ফাউন্ডেশন, এম.আরকে উচ্চ বিদ্যালয়, কুখন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *