বাগমারা প্রতিনিধি :
“কৃষক শ্রমিক জনতা, গড়ে তুলো একতা ” প্রতিপাদকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের সদস্য সংগ্রহ ও কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সদস্য সংগ্রহ ও কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগমারা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাকলায়েন হোসেন।
বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন বাগমারা উপজেলা শাখার সভাপতি জাওহারুল ইসলামের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন রাজশষী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন, রাজশাহী অঞ্চলের অঞ্চল পরিচালক খাইরুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল আলম, বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, মোহনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, বাগমারা উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহাবুর রহমান প্রমুখ।
দেশের অবহেলিত কৃষকের পাশে থেকে কাজ করে চলেছে কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন। অবহেলিত কৃষকের পাশে দাঁড়াতেই সদস্য সংগ্রহ ও কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বাগমারা উপজেলা কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে।