আরিফুল ইসলাম, রাজশাহী:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২২ আগামী ২৯ নভেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে।
বাউবি বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২২ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানে সক্রিয় ও কার্যকরি পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের প্রোগ্রাম সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/ সমন্বয়কারী/ অধ্যক্ষগণের সাথে ২৮ নভেম্বর ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় আঞ্চলিক কেন্দ্রে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/ সমন্বয়কারী/ অধ্যক্ষগণ এবং রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোহাঃ আবু বাককার।
অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার মানকে সমুন্নত করতে হবে। এক্ষেত্রে সমন্বয়কারীগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য যা যা প্রয়োজন সেই সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধ জানান।
রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক জনাব আবু তালেব হোসেন তাঁর স্বাগত বক্তব্যে পরীক্ষা সুষ্ঠুগ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠান সম্পন্নে সমন্বয়কারী/ ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং সুষ্ঠুশ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করতে আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন আঞ্চলিক কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট জনাব আলী আহাম্মদ। পরিশেষে, সভার সভাপতি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোহা: আবু বাককার মতবিনিময় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।