বাগমারা প্রতিনিধি:
ঢাকাস্থ বাগমারা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সার্বিক সহযোগিতায় মহান জাতীয় সংসদের পার্লামেন্টস এলডি হলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে পার্লামেন্টস এলডি হলে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে মহান জাতীয় সংসদ ভবনের পার্লামেন্টস এলডি হল যেন এক টুকরো বাগমারায় পরিণত হয়। এ সময় এনাগ্রæপের কর্মকর্তা সহ ঢাকাস্থ বাগমারা উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক এবং বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের পূর্ব মুহূর্তে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ঢাকাস্থ বাগমারা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির বর্তমান ও সাবেক সদস্যদের বিভিন্ন বিষয়ক নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।