নওগাঁয় অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করলেন মাননীয় পুলিশ সুপার কুতুবউদ্দিন

রাজশাহী

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরে দুস্থ ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন মাননীয় পুলিশ সুপার মহোদয় জনাব,কুতুব উদ্দিন, নওগাঁর পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি পদে (পদোন্নতিপ্রাপ্ত )।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে মহাদেবপুর থানা প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে পুলিশ সুপার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বলগুলো বিতরণ করেন।

নওগাঁ জেলা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং জেলা পুলিশ নওগাঁ কর্তৃক কমিটির উদ্যোগে শীতবস্ত্রগুলো সংগ্রহ করা হয়। এ সময় পুলিশ সুপারের সহধর্মিনী মোসা:সানিয়া আক্তার মুন্নি, উপস্থিত ছিলেন।

মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী প্রমুখ এতে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন:-স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটির (আর এস এল)কোর্স সম্পন্ন কারী মো:কামরুজ্জামান। নওগাঁ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *