রেডার ত্রি-বার্ষিক নির্বাচন: সভাপতি লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান

রাজশাহী

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলাপার এসোসিয়েশনের (রেডার) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।

১৪ ডিসেম্বর (শনিবার) বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আলুপট্টি এরাবিয়ান কিচেনে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৫ টি পদে ভোট গ্রহণ চলে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স রহমান ডেভেলপার্স এসোসিয়েট এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক আল-আকসা’র ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান।

অন্যান্য পদে নির্বাচিত মধ্যে পরিকল্পনা ও অর্থ সম্পাদক পদে এম এম শিহাব পারভেজ, সাংগঠনিক সম্পাদক পদে মেজবাউল বারী সওদাগর, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছে।

উল্লেখ, ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গত শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজশাহী চেম্বার ভবন রেডার কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

রেডার সাবেক সভাপতি ও মেসার্স রহমান ডেভেলপার্স এসোসিয়েট এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ১০ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ দিন। ১১ ডিসেম্বর (বুধবার) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার রেডার মোট ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

পদগুলো হলো- সভাপতি, সাধারণ সম্পাদক, পরিকল্পনা ও অর্থ, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক। পরে নির্বাচিত উপরোক্ত ব্যক্তিরা ৮জন সদস্য নির্বাচিত করবেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন তরিকুল ইসলাম। নির্বাচন কমিশন হিসাবে ছিলেন ওয়াসিম রেজা ও রফিকুল ইসলাম। সাধারণ সভায় রেডার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *