বাগমারা প্রতিনিধি:
ছাত্র-জনতার অভ্যুথ্থানের সময় গত ৫ আগস্ট সকালে ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগে অহিদুল ইসলামকে (৪২) আটক করেছে পুলিশ।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। বুধবার বিকেলে বাড়ির পাশের বিল থেকে তাকে আটক করে পুলিশ।
অহিদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের নেতা ও দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন। আকটকৃত অহিদুল ইসলাম গনিপুর ইউনিয়নের একডালা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্বাস মোল্লার ছেলে।
বুধবার বিকেলে অহিদুল ইসলাম বাড়ির পাশের বিলে অবস্থান করছিলেন এমন খবর পেয়ে বাগমারা থানার এআই আব্দুল মজিদ ও এসআই শওকত অভিযান চালিয়ে সেখান থেকে তাকে আটক করে। পরে তাকে সেখান থেকে থানায় নেয়া হয়।
স্থানীয় লোকজনেরা জানান, অহিদুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতির পদে ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য আবুল কামাল আজাদের নেতৃত্বে উপজেলা জুড়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে।
বাগমারার থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মজিদ জানান, পুলিশের একটি দল তাঁকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে গত ৫ আগস্ট ভবানীগঞ্জ এলাকায় ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগ রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।