রাজশাহী জেলার এসএসসি ৯৩ বন্ধুদের “বন্ধু মিলনমেলা ২০২৪” অনুষ্ঠিত

রাজশাহী

আরিফুল ইসলাম, রাজশাহী:

”বন্ধুত্বের বন্ধনে বেঁচে থাকুক ভালোবাসা বন্ধুদের মাঝে” এই শ্লোগানকে সামনে রেখে ২৭ ডিসেম্বর ২০২৪ শুক্রবার রাজশাহীর চৈতির আম বাগানে এসএসসি-৯৩ বন্ধুদের নিয়ে অনুষ্ঠিত হলো “বন্ধু মিলনমেলা ২০২৪” প্রোগ্রাম।

প্রোগ্রামে প্রায় দু’শতাধিক বন্ধুদের সমাগম ঘটে। রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, বগুড়াসহ অন্যান্য জেলার বন্ধুদের আগমনে সবুজে ঘেরা রাজশাহীর চৈতির আম বাগানের নয়নাভিরাম সৌন্দর্য আর বিশালতা সকল বন্ধুদের মুগ্ধ করেছে।

সকল বন্ধুদের পক্ষ থেকে রাজশাহী জেলার আহ্বায়ক জনাব মো: রকিবুল হাসান সরকার তুষ্ট আয়োজন কমিটির পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ করে বন্ধু রবিউল, হালিম, রেশমা, আরেফিন কাজল, মুকুল শেখ, বেলায়েত, মেজবাহ, জাহিদ, রিপন, লাভলু, হামিম, আলী হোসেন, টুটুল, স্বপন, আলমগীর, ফয়সাল, আরিফুলসহ অন্যান্য বন্ধুদের ভালোবাসা ও শুভকামনা জানান। তিনি আরও বলেন, বন্ধুদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বন্ধুদের “বন্ধু মিলনমেলা ২০২৪” সফল হয়েছে।

শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত, জাতীয় সংগীত, দফায় দফায় বন্ধুদের ফটোসেশন, সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, বিকালের নাস্তা ও চা চক্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সেই সাথে বন্ধুদের সম্মাননা স্মারকও প্রদান করা হয়।

পরিশেষে আহ্বায়ক কমিটির সদস্য সচিব রেশমা সুলতানা ও জনাব আব্দুল হালিম সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *