পত্নীতলায় সহকারী শিক্ষিকার পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রাজশাহী

কাওছার হাবিব- পত্নীতলা- (নওগাঁ) প্রতিনিধি:

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনে নওগাঁর পত্নীতলা উপজেলার হরিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়  সহকারী শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

মঙ্গলবার বেলা ১১টায় সেই বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা জেসমিন আকতারের বিরুদ্ধে এই কর্মসূচি পালিত হয়। স্কুল খেলার মাঠ সংলগ্ন হরিরামপুর সড়কের দুপাশে দাঁড়িয়ে এ মানববন্ধনে স্কুলটির শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ শাহানা পারভিন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ রুবাইয়াৎ ফেরদৌস, সাবেক কমিশনার মোঃ আপেল মাহমুদ, মোঃ সাজেদুল ইসলাম দুলাল বিশিষ্ট ব্যবসায়ী।

বক্তব্যে তারা বলেন,, সহকারী শিক্ষিকা জেসমিন আকতার বিরুদ্ধে অনেক অভিযোগ যোগদানের পর থেকেই তিনি প্রতিনিয়ত অনিয়ম ও বিশৃঙ্খলা মূলক কাজ করে চলেছেন, ক্লাসে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অকাথ্য ভাষায় তুই-তুকারি সহ মারধর করেন এবং মানসিক নির্যাতন করেন।

বিদ্যালয় চলাকালীন পারিবারিক কাজও করে নেন তিনি। সহকর্মীদের সাথেও প্রতিনিয়ত অসৎ আচরণ করেন, কথায় কথায় তিনি রাজনৈতিক দম্ভ দেখাতেন, নিয়মিত ক্লাসে দৈনিক সমাবেশে উপস্থিত থাকে না, ক্লাস চলাকালীন মোবাইলে ফুল সাউন্ডে গান শুনেন, শিশুদের না পরিয়ে নিজস্ব কাজে ব্যস্ত থাকেন, পড়াশোনা ও খাওয়া-দাওয়াতে সময় কাটান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া সহকারী শিক্ষিকা জেসমিন আকতার এর বিরুদ্ধে উঠা অভিযোগের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *