স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী’র বাগমারা’র উপজেলা সদরসহ আশপাশের এলাকার দেয়ালে দেয়ালে ও বিএনপি নেতাদের প্রতিষ্ঠানের দেয়ালে হঠাৎ আওয়ামী লীগের স্লোগান লেখা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এগুলো লেখা হয়েছে। শুক্রবার সকাল থেকে লেখাগুলো নজরে আসে। তবে কারা এসব স্লোগান লিখেছেন, তা কেউ দেখেননি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো বাগমারা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান।
এর মধ্যে ৫ আগস্ট হামলার অভিযোগে পাঁচটি মামলা হয় আওয়ামী লীগের সংসদ সদস্য ও নেতা-কর্মীদের বিরুদ্ধে।
পুলিশ গ্রেপ্তারও করে শতাধিক নেতা-কর্মীকে। এর পর থেকে তাঁদের প্রকাশ্যে বা গোপনে কোনো তৎপরতা ছিল না। এই দেয়াললিখনের মাধ্যমে তাঁদের তৎপরতা সামনে এল।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদর ভবানীগঞ্জসহ আশপাশের এলাকার দেয়ালে দেয়ালে ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আবার আসছে’, ‘শেখ হাসিনা ফিরে আসবে’সহ নানা ধরনের স্লোগান লেখা হয়েছে।
ভবানীগঞ্জ বাজারের বিএনপি নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান, চানপাড়া, দেউলিয়াসহ আশপাশের এলাকার বিভিন্ন ভবনের দেয়ালে লাল, কালো ও সবুজ কালিতে এসব লেখা হয়।
সরেজমিনে গিয়ে রাজশাহী-ভবানীগঞ্জ সড়কের পাশে দেউলা কোল্ড স্টোরেজের দেয়ালে লাল, কালো ও সবুজ কালিতে লেখা চোখে পড়ে। একটি সিমেন্ট কোম্পানির প্রচারণার দেয়াললিখনের ওপরে স্লোগান লেখা হয়েছে।
ভবানীগঞ্জ উপজেলা প্রশাসনের প্রাচীরে চোখে পড়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান। চানপাড়া ভবানীগঞ্জ ক্লিনের সামনেও এমন লেখা চোখে পড়ে। ভবানীগঞ্জ নিউমার্কেট বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানের দেয়ালে নীল কালিতে লেখা দেখা যায়।
এদিকে শুক্রবার বিকেলে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখার ঘটনায় বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর ও হাটগাঙ্গোপাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়েছে ।
এই বিষয়ে বাগমারা থানার কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম বলেন, যারা এ কাজ করেছেন, তাঁদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।