নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে ওয়ার্ডব্যাপী কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে । গত ৯ জানুয়ারি থেকে প্রতিটি ওয়ার্ডে এ কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে ১০ ও ১১ নং ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারি সিটি কলেজ হোস্টেল ও ১১ জানুয়ারি আজিজর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এ ধারাবাহিকতায় প্রতিটি ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত হবে।
গত ১০ জানুয়ারি কর্মীসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজ রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১১ জানুয়ারি’র আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজ রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ যুবদলের কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রিটন বলেন, ধৈর্য্য ধরুন, সব সংকট মোকাবেলায় যুবদলের ভূমিকা সর্বোচ্চ বেশি। সাবধানতা অবলম্বন করুন, দলের নাম খারাপ হয় এমন কাজে জড়িত হবে না৷
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ৩১ দফা বাস্তবায়নে আমরা রাজশাহী মহানগর যুবদল ঐক্যবন্ধ থাকবো, সফলতা অর্জন হবেন।
হাসিনা সরকারের দোসররা এখনো না চক্রান্ত করছে। সেসব চক্রান্তে পা দেওয়া যাবে না। মহানগর এলাকায় সন্ত্রাস, দখলমুক্ত, চাঁদাবাজ, মাদক নির্মূলে কাজ করতে হবে।
আগামীতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যুবদল বাংলাদেশকে একটি সুখি সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখবো। দলের নামে কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।