রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহে যুব নেতা মিঠুন মোল্লার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাজশাহী

ইসরাফিল হোসেন, রাজশাহী:

“মানবতার হাত বাড়াও, শীতার্থদের উষ্ণতা দাও” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার ৩নং বানেশ্বর ইউনিয়ন, ৫নং ওয়ার্ডের বিএনপি ও যুব সমাজের উদ্যোগে ৪,৫,৬,৭,৮,৯ ও বেলপুকুর ২নং ইউনিয়নের ১নং ওয়ার্ড যুব সমাজের সার্বিক সহযোগীতায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ২টার সময় বিড়ালদহ মাজারে ওই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা হয়। আহসান হাবিবের সঞ্চালনায় এসময় শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোঃ মিঠন মোল্লা।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলার বিড়ালদহ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোঃ মিঠন মোল্লার আয়োজনে ও সার্বিক সহযোগীতায় মোঃ আহসান হাবিব, মোঃ নুরুল ইসলাম নবি, মোঃ দেলোয়ার হোসেন আলআমিন, মোঃ হাসিব শেখ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ সিমান্ত, মোঃ সবুজ, মোঃ আলতাব হোসেন, মোঃ মানু ইসলাম, মোঃ মাসুদ দেওয়ান, মোঃ সালা উদ্দিন, মোঃ লিটন, মোঃ জেকের শীতবস্ত্র দেওয়া হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যুব নেতা মিঠু সকলের কাছে দোয়া প্রার্থনা করেন ভবিষ্যতে যাতে তিনি মানুষের পাশে এভাবে থাকতে ও সেবা করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *