ঈশ্বরদী প্রতিনিধিঃ মাহমুদুর রহমান
পাবনার ঈশ্বরদীর পদ্মা নদী থেকে শরিফুল ইসলাম ওরফে ধুনাই (৩৫) নামের এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় আজ শনিবার (০১ এপ্রিল) আনুমানিক দুপুর ১২ টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের সাড়া মাঝদিয়া ইসলাম পাড়া ঘাট এলাকায় নদী থেকে আহত পাখি উদ্ধার করতে এসে অসাবধানতাবশত নদীতে তলিয়ে যায়। পড়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে তার মরাদেহ উদ্ধার করে।
জানা যায় নিহত শরিফুল বাঘা চাঁদপুর গ্রামের হবির চরের হবি মেম্বারের ছেলে। সে ভেড়ামারা মসলেমপুর বাইচ চরের বাসিন্দা। নিহত শরিফুল ইসলাম স্থানীয় একটি বালুর ঘাটে কাজ করতেন বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক।