ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব ঃ এমপি এনামুল হক

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব ঃ এমপি এনামুল হক

রাজশাহী

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলা ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কলেজ চত্তরে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব। আওয়ামী লীগ সরকার ঘোষণা দিয়ে সারাদেশে অংখ্য কলেজকে জাতীয়করণ করেছে।

শিক্ষার মান উন্নয়ন প্রত্যন্ত গ্রামের কলেজ সরকারী করা হয়েছে। সরকার যে উদ্দেশ্য নিয়ে কলেজ জাতীয়করণ করেছে সে বিষয়ে প্রতিষ্ঠান প্রধানকে খেয়াল রাখতে হবে। শিক্ষার উন্নয়নে সকল প্রকার সুযোগ সুবিধা দিয়েছে সরকার।

আওয়ামী লীগ দেশের প্রতিটি মানুষের উন্নয়নে কাজ করছে। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান টুকু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, কলেজের সাবেক উপাধ্যক্ষ আয়ুব আলী, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বারিক মাষ্টার, অধ্যক্ষ মাওলানা এস,এম, মাহাবুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, চেয়ারম্যান লুৎফর রহমান, আনোয়ার হোসেন মাওলানা মোফাজ্জল হোসাইন, দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম মীর, সহ অত্র কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, ইমাম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহ¯্রাধিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে ইফতার অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অত্র কলেজের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক সরদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *