ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্তু বিতরণ

রাজশাহী

আরিফুল ইসলাম, রাজশাহী:

১লা ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শনিবার দুপুর ৩ ঘটিকায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (অপরাধ দমন ও মানবাধিক বিষয়ক সাংবাদিক সংস্থা) রাজশাহী বিভাগের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্তু (চাদর) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব মো: মুজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ডেপুটি রেজিস্ট্রার জনাব মো: মোশারফ হোসেন মুক্তার, রাজশাহী দূর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মো: তোফাজ্জল হোসেন তপু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের উপদেষ্টা ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জনাব মো: আরিফুল ইসলাম। তিনি বলেন, মানবাধিকার হলো এমন কিছু মৌলিক অধিকার, যা প্রতিটি মানুষ জন্মসূত্রে লাভ করে।

এই অধিকারগুলো জাতি, ধর্ম, লিঙ্গ, ভাষা, সামাজিক অবস্থা বা কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে সীমাবদ্ধ নয়। সংগঠনটি মানবাধিকার সুরক্ষা ও অপরাধ সংক্রান্ত প্রতিবেদনের ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করে।

আমাদের এই প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক কার্যক্রম, যেমন- পারিবারিক কলহ নিষ্পত্তি, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, ঈদসামগ্রী ও ইফতার বিতরণ, শীতবস্ত্র (কম্বল/চাদর) বিতরণ এবং বন্যার্তদের সহায়তা প্রদান করে থাকে। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জনাব মো: জাহাঙ্গীর আলম মিলন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উক্ত কার্যালয়ের সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জনাব মো: নাসিম উদ্দিন এবং সঞ্চালন করেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট জনাব মো: সাইফুল ইসলাম বুলবুল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব মো: হাসিব, সাংগঠনিক সম্পাদক জনাব মো: আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম পারভেজ জিম, প্রচার সম্পাদক জনাব মো: সালাউদ্দিন আহম্মেদ সিজার, মহিলা বিষয়ক সম্পাদিকা জনাব রাজিয়া সুলতানা, দপ্তর সম্পাদক জনাব মোঃ শাহীন আলীসহ বিশিষ্ট সমাজ সেবক, সাংবাদিক ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সকলেই প্রতিষ্ঠানের সেবামূলক কাজের প্রশংসা করেন এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *