মিজানুর রহমানঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় তারুণ্যের উৎসব আন্তঃ ইউনিয়ন ও পৌরসভা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বাগমারা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে আজ রোববার (২ফেব্রুয়ারী) বিকেলে উত্তর একডালা মাদ্রাসা মাঠে ক্রিকেট টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দীন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য দুলাল হোসেন, আসাদুজ্জামান জুয়েল, বাগমারা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাদত হোসেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা প্রমুখ।
উদ্বোধনী টুর্ণামেন্টে উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন এবং ভবানীগঞ্জ পৌরসভা দল একে অপরের মুখোমুখী হয়।
খেলা শেষে ভবানীগঞ্জ পৌরসভা দল জয়লাভ করে। উক্ত টুর্ণামেন্টে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা অংশ গ্রহণ করবে।