উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি:
মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল জনাব আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.) নওগাঁ জেলায় আগমন উপলক্ষে নওগাঁ জেলার সুসজ্জিত পুলিশ দল নির্বাচন কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে সকাল ১১.৩০ ঘটিকায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উপলক্ষ্যে তথ্য সংগ্রহকারী,
সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.) মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন।
এ সময় প্রধান অতিথি মহোদয় উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন, মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উক্ত অনুষ্ঠানে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় নওগাঁ জেলার বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।