-পত্নীতলা-(নওগাঁ):
নওগাঁর পত্নীতলায় মসজিদের গেট ও দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা মসজিদের ভেতর থেকে একটি ব্যাটারি একটি ফ্যান ও অন্যান্য জিনিসও নিয়ে যায়।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার পত্নীতলা ইউনিয়নের ইছাপুর ও আজমতপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মসজিদের ইমাম আব্দুল মজিদ এ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতরাতে রাতের কোনো এক সময়ে মসজিদের গেট ও ভেতরের দরজার দুটি তালা ভেঙে চোরেরা ফ্যান, ব্যাটারি ও অন্যান্য জিনিস নিয়ে যায়।
যার আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মো: এনায়েতুর রহমান বলেন, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।