মোঃ ইসরাফিল হোসেনঃ রাজশাহীর বাগমারা উপজেলান তাহেরপুরে বাংলাদেশ জামাতে ইসলামী উদ্যোগে মাহে রমাযানের তাৎপর্য শীর্ষক আলোচানা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৫ মার্চ) বিকালে তাহেরপুর উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে বাংলাদেশ জামাতে ইসলামী তাহেরপুর পৌরসভার সভাপতি অধ্যাপক সহিদুজ্জামান মীরের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মোঃ আব্দুল বারী, বংলাদেশ জামায়াতে ইসলামী, মাননিত সংসদ সদস্য পদ্যার্থী, রাজশাহী-৫৫ বাগমারা-৪, অতিথি বৃন্দঃ অধ্যাপক মোঃ অহিদুল ইসলাম, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগমারা উপজেলা। অধ্যক্ষ ড. মোঃ আব্দুর রহিম, সহকারী সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগমারা উপজেল।

সভায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের বিভিন্ন পর্য়াায়ের নেতাকর্মীরা সহ প্রমুখ।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সৃষ্টিলগ্ন থেকে বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে । বাংলাদেশ জামায়াত ইসলামীর শ্লোগান আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এই দুইটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয় এ বাংলাদেশ সোনার মদিনা হতে বেশিদিন সময় লাগবে না । এই স্লোগান শুধু বাংলাদেশ জামাতে ইসলামী স্লোগান নয় এটা প্রত্যেকটা মুসলমানের স্লোগান , তাই আসুন ভাইয়েরা কে কোন দলের এটা কোন কথা নয় আমরা হিজবুল্লার পথ বা আল্লাহর পথে অনুসরণ করে এ দেশকে সোনার বাংলাদেশে হিসাবে গড়েতুলি ।
বাংলাদেশ জামাত ইসলামী ১৯৪১ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখনো নিজেস্ব দলীয় কোন কোন্দলের ঘটনা ঘটে নাই ও নিজেদের দলের কর্মী হত্যার ঘটনা ঘটেনি, কিন্তু বাংলাদেশের য়ে রাজনৈতিক দলগুলো আছে তাদের নিজের দলীয় কোন্দোলে তাদের প্রাণহানির ঘটনাগুলো ঘটছে।
এখন আমি যে কথাগুলো বলব আমার অনুরোধ আপনারা সে কথাগুলো শুনবার এবং মানার চেষ্টা করবেন , আমি ডাক্তার বারিক বলছি আমার সংগঠন বাংলাদেশ জামায়েতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে তারা বাংলাদেশের কোন মানুষকে কোন নির্যাতন নিগ্রহ শিকার হতে দেবেনা ।
তাহেরপুর হচ্ছে প্রাচীন এলাকা এখানে বড় বড় ব্যবসায়ী বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং আমার হিন্দু ভাইয়েরা বসবাস করেন ,সনাতন ধমীয় ভায়েরা আপনারা হয়তো ভয় করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর হাতে যদি ক্ষমতায় যায় আমাদের কি অবস্থা হবে? আনুগত্য কন্ঠে আপনাদেরকে জানাতে চাই আপনারা সংখ্যালঘু যারা আছেন সনাতন ধর্মের ভাইয়েরা আছেন তারা যদি ইসলাম কায়েম হয় তাহলে আপনারা আমাদের আমানত আমরা আমানতের কোনদিন খেয়ানত করি নাই আপনার আমাদের আমানত হিসেবে মায়ের কোলে যেমন শিশু বসবাস করে সেরকমভাবে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবেন।
আমরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বুঝিনা আমিরে জামাত বলেছেন, যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তারাই বাংলাদেশের নাগরিক আমরা প্রত্যেকে তাদের নাগরিক অধিকার সমানভাবে বন্টন করতে চাই, ইসলাম যদি বাংলাদেশে বিজয় হয় প্রত্যেকটা নাগরিক তার নাগরিক অধিকার তার জায়গায় বসে ফেরত পাবেন সবগুলো ফেরত পাবেন ইনশাল্লাহ ।
তাই আসুন একটি ইসলামিক দেশ একটি ইসলামের মূল্যবোধের বাংলাদেশ গড়ার জন্য একটি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে আমরা আবারো আগামী দিনের জন্যই সৎ নেতৃত্ব বেছে নিব যার মাধ্যমে আমার বাংলাদেশকে সোনার বাংলাদেশ উপহার দিতে পারব।