রাজশাহীতে বাউবি বিএমএড প্রোগ্রাম ২০২৫ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

রাজশাহী

আরিফুল ইসলাম, রাজশাহী: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এডুকেশন-এর অধীনে ব্যাচেলর অব মাদরাসা এডুকেশন (বিএমএড) প্রোগ্রাম পরিচালিত হয়। এই প্রোগ্রামটি মাদরাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাগত মান উন্নয়নের লক্ষ্যে প্রণীত।

এক বছর মেয়াদী প্রোগ্রামটি মাদরাসা শিক্ষার বিভিন্ন বিষয়, শিক্ষণ পদ্ধতি, শিক্ষাবিজ্ঞান এবং শিক্ষাগত নেতৃত্বের উপর গুরুত্বারোপ করে। বাউবির বিএমএড প্রোগ্রাম মাদরাসা শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে সহায়তা করে।

অদ্য ১৫ মার্চ ২০২৫ তারিখ শনিবার সকাল ১০টায় বাউবি বিএমএড প্রোগ্রাম ২০২৫ ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা স্টাডি সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। হল রুমটি কানায়কানায় শিক্ষার্থীতে ভরপুর ছিল।

শুরুতেই শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো: ওয়াহিদুজ্জামান আহমেদ। এরপর সকল শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচছা দেওয়া হয় এবং প্রোগ্রাম শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

উক্ত ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাউবি স্কুল অব এডুকেশন-এর সহকারী অধ্যাপক সাব্বির হোসেন এবং বিশেষ রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো: ওয়াহিদুজ্জামান আহমেদ।

স্বাগত বক্তব্য দেন পাবনা টিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো: সানাউল্লাহ এবং সভাপতিত্ব করেন উক্ত স্টাডি সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন। সকলেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূক বক্তব্য দেন। এছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য টিউটরগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *