নওগাঁর পত্নীতলায় পৃথক অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজাসহ ছয় জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী

উজ্জ্বল কুমার সরকার প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় পৃথক অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজাসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-৫ এর একটি দল।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার মামুদপুর বাজার এলাকা হতে ৬৯ কেজি এবং নজিপুর পৌরসভার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে ৫০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পত্নীতলা উপজেলার মামুদপুর গ্রামের মৃত ফারাজ উদ্দিন মন্ডলের ছেলে মাদক সম্রাট মাতাব্বর হোসেন (৪৮), একই গ্রামের মৃত ভিকারী চৌধুরীর ছেলে নিতাই চৌধুরী (৪২) ও শম্ভুপুর দক্ষিণপাড়ার সাইদুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩৪), ব্রাহ্মনবাড়ীয়া জেলার কাজীপাড়া গ্রামের লিটন পালের ছেলে আনন্দ পাল (২১), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গুমুটিয়া গ্রামের মৃত অজিতদেবের ছেলে অপুদেব (২৯) এবং মাধবপুর বাজারের মৃত অজিত পালের ছেলে রিপন পাল (৩৬)।

শনিবার ২২ মার্চ দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল আটককৃতদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অভিনব কায়দায় প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনে বহনকালে ১১৯ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে ওই এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এবং সিপিএসসি এর একটি বিশেষ আভিযানিক দল আটক করে। সেই সাথে তাদের ব্যবহৃত প্রাইভেটকার ও নগদ ৮৭ হাজার ৯ শত ১০ টাক জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর অভিনব কায়দায় বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজু করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *