বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাগমারা উপজেলা আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজশাহী

বাগমারা প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাগমারা উপজেলা আয়োজনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাগমারা উপজেলা আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাগমারা উপজেলা শাখা।

আজ ২৮ রমাজান ২৯ মার্চ রাজশাহীর বাগমারা বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উপজেলা শাখার সভাপতি তাসলিমুল হাসান রিমন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী তোহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক আবু হুরাইরা, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রাজশাহী জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন, এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা শাখার যুগ্ম আহব্বায়ক শামিম হোসাইন। এসময় ছাত্র অধিকার পরিষদ বাগমারা উপজেলার ৬০-৭০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শহীদদের আত্মার মাফফেরাত কামনায় দোয়া করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মাদ আলী তোহা বলেন, ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশ নির্দিষ্ট কোনো নেতা বা দলের বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ।

এই বাংলাদেশে বাগমারা উপজেলার কোনো পেশীশক্তির ঠাই হবে না, সকলে মিলে বাগমারা উপজেলাকে স্মার্ট শিক্ষিত কর্মভিত্তিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাগমারা উপজেলার সন্তান হিসেবে এই উপজেলার সাধারণ জনগনের সার্বিক প্রয়োজনে যেকোনো সময় জীবন উৎসর্গ করে কাজ করতে রাজি আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *