পাবনায় পৃথক পৃথক অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা এবং ৩ হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনায় পৃথক পৃথক অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা এবং ৩ হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী

মোঃ ইসরাফিল হোসেনঃ

জেলা গোয়েন্দা শাখা, পাবনার পৃথক পৃথক অভিযানে ৬৫০(ছয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং ০৩(তিন) গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে ওসি ডিবি, মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে অদ্য ইং ০১/০৪/২০২৩ তারিখ ডিবি পুলিশের এসআই(নিঃ) তানভীর রহমান, এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম এএসআই(নিরস্ত্র)মোঃ ইকবাল কবির, এএসআই(নিরস্ত্র)মোঃ আমিনুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন বাবুলচড়া সাকিনে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ জালাল শেখ (৩৭), পিতাঃ মৃতঃ চাঁদ আলী শেখ, সাং-বাবুলচড়া, ইউপিঃ গয়েশপুর, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা ৬৫০(ছয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ আটক করা হয় এবং পাবনা সদর থানাধীন দিলালপুর পাথরতলা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন (৩২),পিতাঃ মৃতঃ হারুন অর রশিদ,সাং-দিলালপুর কফিলউদ্দিনপাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে মাদক দ্রব্য ০৩(তিন) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।

ধৃত আসামী ১. মোঃ জালাল শেখ এর বিরুদ্ধে ০৭ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে এবং ধৃত আসামী ২. মোঃ সাদ্দাম হোসেন এর নামে ০৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানার মামলা নং-০২ তারিখ ০১/০৪/২০২৩ইং ধারা ২০১৮সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারা এবং পাবনার সদর থানার মামলা নং-০৩ তারিখ ০১/০৪/২০২৩ইং ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ৮(ক) ধারায় পাবনা সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *