বাগমারা প্রতিনিধি:
রাজশাহী নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত অত্যাধুনিক শপিংমল সিটি সেন্টার। রবিবার বেলা ১১ টায় সিটি সেন্টারের তৃতীয় ও চতুর্থ তলায় ফিতা কেটে ৫ টি আধুনিক ফ্যাশন হাউজ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে সকল ফ্যাশন হাউসের উদ্বোধন করেন সিটি সেন্টারের সত্ত¡াধিকারী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জুবাইদা আয়েশা সিদ্দিকা, উপাধ্যক্ষ নাজনীন সুলতানা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর জাহান সরকার, প্রগতি ফ্যাশনের সত্বাধিকারী মর্জিনা পারভীন, বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সাংগাঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান প্রমুখ।
উদ্বোধনকৃত শোরুমের মধ্যে প্রগতি ফ্যাশন, এম এন ফ্যাশন, নাওয়াবস ফ্যাশন ওয়্যার, ফ্যাশন জোন এবং লাক্সারিয়াস ফ্যাশন। উদ্বোধন শেষে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি শোরুগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ক নিয়ে পরামর্শ প্রদান করেন। শো-রুমের উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করা হয়।