নিজস্ব প্রতিবেদন : মোঃ রকিবুল হাসান সনি: বিভিন্ন ধরনের খেলাধুলা, সামাজিক, সাংস্কৃতিক কাজের জন্য ইতোমধ্যেই পুঠিয়া উপজেলা তথা পুরো রাজশাহী জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, জি এম হীরা বাচ্চু।
মানুষের পাশে দাঁড়ানো তার যেন স্বভাব এ পরিণত হয়েই দাঁড়িয়েছে। ঠিক এর ধারাবাহিকতায় এই রমজান মাসে নিজস্ব তহবিল থেকে পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, জি এম হীরা বাচ্চু, গরিবদের ও দরিদ্রদের মাঝে সেলাই মেশিন উপহার দিলেন।
রমজানের ঈদের আগে সেলাই মেশিন পেয়ে দারুন ভাবে আনন্দিত বানেশ্বরের শিবপুর বিহারীপাড়া এলাকার রুনা বেগম। ঈদ উপলক্ষে রুনা বেগম সেলাই মেশিন উপহার পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য প্রাণ খুলে দোয়া করেন তিনি। পাশাপাশি চান এমন জনপ্রতিনিধি আরো বহুদূর এগিয়ে যাক, আর বেঁচে থাকুক লক্ষ মানুষের হৃদয়ে।

সেলাই মেশিন উপহার দেওয়ার বিষয়ে চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের জন্য যতটুকু করা যায় আমি তাই করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই আমার কর্ম দিয়ে। আমি যদি কোনদিন জনপ্রতিনিধি নাও থাকি আমার এসব কাজ অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমি শুধু চাই মানুষের কাছ থেকে দোয়া আর ভালোবাসা।