মোঃ আব্দুল মালেক রাজশাহীঃ প্রোগ্র্যাম্যাটিক পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের আওতায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য মহামারী ও অতিমারী প্রতিরোধ ও সাড়া প্রদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রামটি রাজশাহী সিটি কর্পোরেশন নগর ভবন এ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাসিক (২৪ নং ওয়ার্ড) কাউন্সিলর মোঃ আরমান আলী, তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাদিরা বেগম কাউন্সিলর জোন নং-৮। তিনি দুর্যোগ কমিটির সহ-সভাপতি।
এর আগে অনুষ্ঠানটি গত ২৯ মার্চ শুরু হয়ে ৩০ মার্চ বৃহস্পতিবার শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব, করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র বোর্ড মেম্বার প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান সজল। মীর্জা শামীম আহসান ইউনিট লেভেল অফিসার। আরো উপস্থিত ছিলেন, রাসিক (২৪ নং ওয়ার্ড) দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ মামুনুর রশিদ, ওয়ার্ডে অবস্থিত সরকারি জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান (বিদ্যুৎ) মোসাঃ সাইমা খাতুন (বিথী) স্থানীয় বিএনসিসি প্রতিনিধি, মোঃ আবুল বাশার বীর মুক্তিযোদ্ধা, মোঃ ওমর ফারুক ফায়ার সার্ভিস, রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র (আরআরইউ) ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মোঃ রুমেল ও সদস্য মোঃ পারভেজ ইসলাম, স্থানীয় মিডিয়া ব্যক্তিত্ব, পরিতোষ মোহন চৌধুরী মোঃ আবু মোয়ারিফ ২৪ নং সচিব, সম্পা খাতুন, ইয়াসমিন বেগম, আরো অনেক সদস্যবৃন্দ।
প্রোগ্রামটির আয়োজক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট।