নাটোরে প্রশাসন কে ব্যাবহার করে অবৈধ পুকুর খননের মহোৎসব চলছে, প্রতিবাদে দলীয় প্রভাব

নাটোরে প্রশাসন কে ব্যাবহার করে অবৈধ পুকুর খননের মহোৎসব চলছে, প্রতিবাদে দলীয় প্রভাব

রাজশাহী

ওমর ফারুক খান নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুর বড়াইগ্রাম গুরদাশ পুর বাগাতিপাড়া সিংড়া নলডাাঙা উপজেলায় মহামান্য উচ্চ আদালতের রায়কে অমান্য করে তিন ফসলী কৃষি জমিতে পুকুর খননের মহোৎসব চললেও নির্বিকার প্রশাসন। মাসোহারা আর প্রভাবশালীদের সাথে যোগ সাজশে ফসলী জমি ধ্বংসেও টনক নড়ছে না তাদের। সরকারী প্রকল্প আর ইট ভাটায় মাটি যোগানোর অজুহাতে এসব পুকুর খনন করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে এসব মাটি।

সুশীল সমাজের দাবী,যেখানে আদালতের রায় বাস্তবায়ন করা প্রশাসনের কাজ। কিন্তু সেখানে এমন নিরবতা আইন লংঘনের সামিল। এছাড়া বিলে পুকুর খনন করায় কর্মহীন হয়ে পড়েছে অনেক জেলে পরিবারও। এদিকে অনেকটাই অসহায়ত্বের সুর কৃষি কর্মকর্তাদের, এমন কান্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারাও।

মাত্র কিছুদিন পরেই যে ফসল ঘরে ওঠার কথা ছিল তা বিনষ্ট করে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে নাটোরের ফসলি জমিতে এমনিভাবেই এস্কেভেটর দিয়ে চলছে পুকুর খনন । বিভিন্ন দপ্তরে অভিযোগ করে কোনভাবেই বন্ধ হচ্ছে না পুকুর খনন। তিন ফসলি জমি, বাগান কোন কিছুই বাদ যাচ্ছে না পুকুর খনন থেকে। ইট ভাটায় মাটি সরবরাহের অযুহাতে ফসলি জমি সাবাড় করে কাটা হচ্ছে পুকুর।

এছাড়া প্রশাসনের কাজে মাটি সরবরাহের কথা বলেই চলছে এমন কৃষি জমি নষ্ট-যজ্ঞ। আর লিখিত ভাবে না হলেও পরোক্ষভাবে এর অনুমতিও দিচ্ছে প্রশাসন। এতে করে শুধু কৃষি জমিই কমছে না বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অনাবাদি হয়ে পড়ছে অনেক উর্বর জমি। এসব ব্যাপারে বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার।

এদিকে নানা কারণে এসব কর্মকান্ড বন্ধ না হওয়ায় কেউই আর প্রতিবাদ করতে সাহস পায়না। প্রশাসন লোক দেখানোর জন্য দুএকটা অভিযানে অর্থদন্ড করলেও বন্ধ হয়না পুকুর কাটার কাজ। এতে করে কৃষি জমি নষ্ট হওয়ার পাশাপাশি ট্রলির চাকায় নষ্ট হচ্ছে পাকা সড়ক, ধুলাবালিতে শ্বাসজনিত রোগের প্রকোপ বাড়ছে। এছাড়া বৃষ্টি হলে ট্রলি থেকে পড়া মাটিতে যোগাযোগের অযোগ্য হয়ে পড়ে সড়কগুলোতে ঘটছে দূর্ঘটনা।

গত ২ মাসে মাটি বহনকারী ট্রলির চাকায় পিষ্ট হয়ে অকালে মৃত্যুবরণ করেছে ছাত্র সহ ৪ জন।এছাড়া যে বিলে এক সময় মাছ ধরে জীবিকা নির্বাহ করতো জেলেরা সেখানে পুকুর কাটায় কর্মহীন হয়ে অন্যের কাছে হাত পাততে হচ্ছে অসহায় জেলেরা।এতো কিছুর পরও প্রশাসনের নিরবতাকে আদালত অবমাননার সামিল বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা
সাধারন মানুষের প্রতিবাদে দলীয় প্রভাবের আতংকের সৃষ্টি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *