মোঃ ইসরাফিল হোসেন রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় এক কোটি ৬ লাখ টাকার ১ কেজি ৬০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)।
সোমবার (৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ভগবন্তপুর রোডপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জিয়ারুল (৩৬) ও একই এলাকার আখতারুজ্জামানের ছেলে সিহাব জামান (৩০)।
সোমবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
র্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের ভগবন্ত গ্রামের রোডপাড়াস্থ আব্দুল লতিফের বাড়ির পশ্চিম দিকে পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ী থেকে অটোরিকশায় চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে হেরোইনসহ হাতেনাতে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন, র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম।
এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।