মো: ইসরাফিল হোসেন রাজশাহী জেলা:
টিম ডিবি বগুড়া‘র পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।[
৮ এপ্রিল ২০২৩ খ্রি.]বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব স্নিগ্ধ আক্তার, পিপিএম এর তত্তাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।বগুড়া ডিবির একটি টিম ০৭/০৪/২০২৩ খ্রিঃ তারিখ ২৩.৩৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজ রোড ব্রীজ এর উত্তর পশ্চিম কোণে হতে ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী
১। মোঃ রাসেল ইসলাম ব্যাপারী(৩৩), পিতা-মোঃ মোতালেব ব্যাপারী, সাং-চক সূত্রাপুর জহুরুল পাড়া, ২। মোঃ সাইদ ওরফে গিট্টু(৩২), পিতা-মোঃ নূর আলীম, সাং-নামাজগড় ডালপট্টি ও ৩। মোঃ শিবলু আকন্দ(২৯), পিতা-মৃত জাহাঙ্গীর আলম আকন্দ, সাং-পূর্ব পালশা, সর্বথানা ও জেলা-বগুড়াগণদের গ্রেফতার করা হয়।এছাড়া বগুড়া ডিবির অপর একটি টিম ০৮/০৪/২০২৩ খ্রিঃ তারিখ ০১.২৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন পৌরসভার ২০নং ওয়ার্ডস্থ নারুলী পূর্বপাড়া জনৈক “জাহাঙ্গীরের চা” স্টলের সামনে চেলোপাড়া থেকে সাবগ্রাম গামী পাকা রাস্তার উপর হতে ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ জাহিদুল ইসলাম (৩০), পিতা-মৃত মোজাফ্ফর প্রামানিক, মাতা-ইশমা বেওয়া, সাং-কাজলা (কুতুবপুর ইউ/পি) থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।প্রকাশ থাকে যে, ধৃত আসামী
১। মোঃ রাসেল ইসলাম ব্যাপারী এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৮টি, ধৃত আসামী ২। মোঃ সাইদ ওরফে গিট্টু এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৪টি ও ধৃত আসামী ৩। মোঃ শিবলু আকন্দ এর বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।