পুঠিয়া'য় অবৈধ ভাবে পুকুর খনন করায়:- ১ জনের জেল

পুঠিয়া’য় অবৈধ ভাবে পুকুর খনন করায়:- ১ জনের জেল

রাজশাহী

মো: জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে অবৈধভাবে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। পুঠিয়ার বেলপুকুর থানা পুলিশের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ এই অভিযান পরিচালনা করেন। এসময় পুকুর খনন কাজে জড়িত বানি ইসরাইল নামের একজনকে আটক করা হয়।

তিনি বানেশ্বর ইউনিয়নের ধলাট গ্রামের বাসিন্দা। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলপুকুর ইউনিয়নের ধলাট এলাকায় অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালিয়ে বানি ইসরাইল নামে একজনকে আটক করা হয়। পরে রাত সাড়ে ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের জেল দেওয়া হয়েছে।আসামিকে রাতেই বেলপুকুর থানায় সোপর্দ করা হয়েছে।

এবং রবিবার সকালে তাকে জেল হাজতে পাঠাতে বলা হয়েছে। এছাড়াও পুকুর খনন কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও স্কেবেটর আজকের মধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ।

এবিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ রহুল আমিন বলেন, রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১ বছরের জেল দিয়ে থানায় পাঠিয়েছে। আমরা আজ রবিবার সকালে তাকে জেল হাজতে পেরন করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *