ভূয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ ডাকাত চক্রের ০৩ সদস্য গ্রেপ্তার

ভূয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ ডাকাত চক্রের ০৩ সদস্য গ্রেপ্তার

রাজশাহী

মোঃ ইসরাফিল হোসেন রাজশাহী:

সিরাজগঞ্জের ডাকাত ধরা খেল টাঙ্গাইলেডিবি, টাঙ্গাইল কর্তৃক ভূয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ ডাকাত চক্রের ০৩ সদস্য গ্রেপ্তার[ ০৯ এপ্রিল ২০২৩ খ্রি.]গত ০৮/০৪/২০২৩ইং ডিবি টাঙ্গাইল একটি চৌকস টিমের অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে অনুমান ১০.০৫ ঘটিকার সময় মির্জাপুর থানাধীন নতুন বাসস্ট্যান্ডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানাধীন ধেরুয়া সাকিনস্থ ধেরুয়া রেল ক্রসিং এর ফ্লাইওভারব্রীজ এর নিচে কিছু ডাকাত ০১টি প্রাইভেটকার, যাহার রেজি: নং-ঢাকা মেট্রো-গ-২৭-৭৩৬৯ যোগে র‌্যাব পরিচয়ে ডাকাতির উদ্দেশ্যে র‌্যাব এর নকল পোষাক, হ্যান্ডকাপ, ওয়াকিটকিসহ অবস্থান করে।

উক্ত সংবাদের ঘটনাস্থালে ডিবি টাঙ্গাইলের টিম হাজির হলে উক্ত প্রাইভেটকারের কাছে গিয়ে নিজেদের পরিচয় দিয়ে গাড়িটি তল্লাশি করতে চাইলে অজ্ঞাতনামা ডাকাতরা গাড়িটি স্টার্ট দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে গাজীপুরের দিকে পালিয়ে যেতে থাকে। তাৎক্ষনিক ডিবি টিমের গাড়ি দিয়ে উক্ত গাড়িটিকে অনুসরণ করে জিএমপি গাজীপুর এর কাশিমপুর থানাধীন ০২ নং ওয়ার্ডস্থ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম পার্শ্বে চক্রবর্তী বাসস্ট্যান্ড এর যাত্রী ছাউনির সামনে হতে ধৃত আসামী

১। মোঃ মোস্তফা কামাল (৩৮), পিতা- মোঃ শফিকুল ইসলাম, মাতা-মোসাঃ আনোয়ারা বেগম, সাং-চর পাচুরিয়া , ধৃত আসামী ২। মোঃ মনিরুল ইসলাম (২৫), পিতা- মৃত আবু বক্কর, মাতা-মৃত রোকেয়া বেগম, সাং- শৈলজানা, ধৃত আসামী ৩। মোঃ ফরিদুল ইসলাম (৩৫), পিতা- মোঃ মনসুর আলী, মাতা-মোসাঃ চেন বানু, সাং-শৈলজানা, সর্ব থানা- চৌহালী, জেলা-সিরাজগঞ্জ দের -০৮/০৪/২০২৩ তারিখ ০১.৩০ ঘটিকার গ্রেফতার করা হয়।

ধৃত আসামী ১। মোঃ মোস্তফা কামাল (৩৮),এর হেফাজত হতে ০১টি RAB লেখা কটি, ০১টি ওয়াকিটকি, ধৃত আসামী ২। মোঃ ফরিদুল ইসলাম (৩৫) এর হেফাজত হতে ০১টি RAB লেখা কটি, ১টি ওয়াকিটকি ০১টি মোবাইল ফোন ধৃত আসামী ৩। মোঃ মনিরুল ইসলাম(২৫) এর হেফাজত হতে ০১টি RAB লেখা কটি, ০১টি হ্যান্ডকাপ , ০১টি মোবাইল ফোন এবং ০১টি ব্রান্ডের প্রাইভেটকার, যাহার রেজি: নং-ঢাকা মেট্রো-গ-২৭-৭৩৬৯, এছাড়া ০১টি লেজার সিগনাল লাইট, ০৩ টি বেতের লাঠি ও ০১টি পুলিশ লেখা স্টিকার উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিচয় প্রতারনা পূর্বক নিজেদেরকে র‌্যাব সদস্য হিসাবে পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণের বিষয়ে নিজের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীদের ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের নিমিত্তে ১০ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। র‌্যাব পরিচয়ে ডাকাতি প্রস্তুতির সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *