মোঃ ইসরাফিল হোসেন,রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে বোরো ধানের খেতে পানি না পেয়ে বিষ পানে এক কৃষক আত্মহত্যার চেষ্টা করেছেন। রোববার দুপুরে তিনি বিষপান করেন। সোমবার অসুস্থ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কৃষকের নাম মুকুল সরেন (৩৫)। তিনি গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামের গোপাল সরেনের ছেলে। সোমবার রাতে ওই কৃষককে হাসপাতালে দেখতে যান জেলা প্রশাসক শামীম আহম্মেদ।
শামীম আহম্মেদ বলেন, অসুস্থ মুকুলের সব দায়িত্বে জেলা প্রশাসন নিয়েছে। তার চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। এখন ভালো আছেন।রাজশাহীর কোথাও পানি নিয়ে এমন অরাজকতা চলতে দেওয়া হবে না। আমরা এই নিয়ে মোটিভেশান করবো। প্রয়োজনে কৃষককে আমার নম্বরও দিয়ে রাখবো, যেন তারা আমার সাথে যোগযোগ করতে পারে।
পাশাপাশি এ ঘটনায় গোদাগাড়ী সহকারী কমিশনার ভূমিকে প্রধান করে তিনি সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই প্রতিবেদনেই মূল ঘটনা উঠে আসবে বলে জানান তিনি।
সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখা গেছে, অসুস্থ মুকুল হাসপাতলের বেড শুয়ে আছেন। পাশের বসে আছেন তারা মা ডুলি বিবি।
অসুস্থ মুকুল জানান, গত কয়েক দিন থেকেই তার তিন বিঘা ৭ কাঠা জমিতে পানি দেওয়া হচ্ছে না। দুইটি জমিতেই ফাটল ধরেছে। পাইপ ঠিক করার ৮০ টাকা না দেওয়ার কারণেই তাকে পানি দেওয়া হয়নি। পরে টাকা দিয়ে দেব বলে বারবার অনুরোধ সত্ত্বেও পানি না পেয়ে তিনি সেই ডিপ টিউবয়েলের ঘরে রাখা দুই বোতল বিষ নিয়ে এক বোতল খেয়ে ফেলে। অন্যটি তারা কেড়ে নেয়।
অসুস্থ মুকুলের মা ডুলি বিবি জানান, গত বছর এখানে দুই কৃষক মারা যায়। এবার নতুন ডিপ অপারেটর এসেছে। সেও আমাদের পানি দিচ্ছে না। পানি না পেয়েই আমার ছেলে বিষ খেয়েছে।
গত বছরের মার্চে বোরো ধানের জমিতে পানি না পেয়ে এই নিমঘটু গ্রামের কৃষক অভিনাথ মারান্ডি ও তার চাচাতো ভাই রবি মারান্ডি বিষপান করেছিলেন। এতে দুজনেরই মৃত্যু হয়। আজ আবারো সেই পানি না পেয়ে মুকুল বিষ পান করেন।