স্টাফ রিপোর্টারঃএক ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে তার কাছ ১ লাখ ২৩ হাজার টাকা আদায়ের অভিযোগে পাবনা শহরের এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনশি।
গ্রেফতাররা হলেন পাবনা শহরের ফজলুল হক রোডের মুক্ত টেইলার্সের মালিক মুন্না হোসেন এবং তার স্ত্রী মুক্তা খাতুন।
ঘটনার বিবরণে পুলিশ সুপার বলেন, যশোর থেকে এসে পাবনায় পাটের ব্যবসা করতেন ইসমাইল হোসেন। মাঝে অভিযুক্তদের সঙ্গে পরিচয় হয় তার। পরবর্তীকালে মুক্তা খাতুন সুপরিকল্পিতভাবে ওই ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই সুযোগে পরিকল্পিতভাবে ইসমাইল হোসেনের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন তিনি।
তিনি বলেন, পরবর্তীকালে ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলে তাকে গত ২০ মার্চ রাধানগর ময়দানপাড়ায় আসামিদের নিজস্ব বাসায় আসতে বলেন। সেখানে গেলে বাদীকে ডাইনিং রুমে আটক করে মুন্না এবং মুক্তা খাতুনসহ তাদের দুই/তিনজন সহযোগী জোর করে ইসমাইলকে নগ্ন করে ছবি তোলেন। এসময় তাকে মারধরও করা হয়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, একপর্যায়ে আসামিরা ইসমাইলকে প্রাণে মেরে ফেলা এবং নগ্ন ছবি ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় বিকাশে ১ লাখ ২৩ হাজার টাকা আদায় করেন এবং ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইলফোন ছিনিয়ে নেন। পরবর্তীকালে আরও ২০ হাজার টাকা না দিলে নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন।
পুলিশ সুপার আকবর আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) অভিযোগ দিলে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওইদিনই মুক্তা টেইলার্স থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও দুটি মোবাইলফোন উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, পাবনা ডিবির ওসি এমরান মাহমুদ তুহিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।