মোঃ ইসরাফিল হোসেন রাজশাহী:
[জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ কর্তৃক ২০০ বোতল ফেন্সিডিল, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার, আসামীদের ব্যবহৃত মোবাইল, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড ও নগদ টাকা’সহ ০২ জন আটক।
মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ জনাব মোঃ রওশন আলী এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ পুলিশের এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক বিপিএম এর নেতৃত্বে, সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ মোজাম্মেল হক ও ফোর্স’সহ একটি আভিযানিক দল ১৮/০৪/২০২৩ খ্রিঃ ১৬.০৫ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন পৌরসভার অন্তর্গত মাসুমপুরস্থ মৌসুমি সিনেমা হলের মোড়ে মোঃ আলম শেখ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ১। মোঃ ইসমাইল হোসেন সুমন(৩২), পিতা-মোঃ আকতার হোসেন, মাতা-মোসাঃ রুপালি বেগম, সাং-হড়গ্রাম নতুনপাড়া, থানা-কাশিয়াডাঙ্গা, জেলা-রাজশাহী
২। মোহাম্মদ আলী মোল্লা(৩৭), পিতা-সৈয়দ আলী মোল্লা, মাতা-মোছাঃ ইসমত আরা, সাং-কানাইখালী, থানা ও জেলা-নাটোরদ্বয়’সহ তাহাদের হেফাজত হইতে ২০০ বোতল ফেন্সিডিল, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার, আসামীদের ব্যবহৃত মোবাইল, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড ও নগদ টাকা’সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মাদক মামলা রুজু করে আসামীদ্বয়’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।