বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাগমারা উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকাল ১০টায় বাগমারায় ভবানীগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক লীগ বাগমারা উপজেলা শাখার সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার বাবু, উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,সহ সভাপতি আফছার আলী, যুগ্ম সম্পাদক কৃষিবিদ কামরুজ্জামান কামরুল,উপজেলা কৃষক লীগের অর্থ সম্পাদক জালাল উদ্দিন,
গণিপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শামীম মৃধা,গোয়ালকান্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বোরহান উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।